আমার ফটোকপি করা শিট📃


আমার বাসের লাস্ট সিট🚎

আমার স্ক্যাচ পড়ে যাওয়া চশমার কাঁচ👓

সায়ানোফাইটিক ইট🏬

আমার চিনি বেশি দেয়া চা

আমার ফোনে যান্ত্রিক মা👱

আমার পকেট এ বাঁচানো ডিম ভাজা ভাত🍚

মুখে হাসি বুকে ঘা, আমার অমনোযোগী ক্লাসরুম🏪

আমার মগজে নষ্ট ধুম🗾

আমার বাইরে বুদ্ধ ভিতরে হিটলার,
লাশের মোড়কে ঘুম🚑

আমার প্রেমে ডুবে থাকা নারী🧘

আমার বুমেরাং আহাজারি🧗

আমার ফেলে আসা তাজা কাজলের চোখ কবিতার মহামারী📖

আমার বর্ষার ভাঙা ছাতা☂️

আমার পেইজ শেষ হওয়া খাতা📝

আমার সিজিপিএ লোভে রাত জেগাপড়া📒

শিমুলের ঝড়া পাতা🎋

আমার সাধুর আসরে গাণ🎤

আমার জোড়াতালি দেয়া প্রাণ🎭

আমার রাজপথে ভাঙ্গা স্লোগানের স্বর👬

মিছিলের অভিযান👬👫

আমার কলমের কালি শেষ🖋️

আমার স্বজাতি আমার দেশ🇧🇩

আমার বুদ্ধিজীবিতা ভাঙা রেকর্ডার📻

অস্থির জম্পেশ🛡️

আমার পিংক ফ্লয়েডের সলো🎏

আমার মেঘদলও খুব ভালো

আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন সব হাসি মুখে ছিলো☺️

আমার ধুলোবালি জমা বই📕

আমার বন্ধুরা সব কই👬

আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর রাতের আড়ালে রই




লেখক:  গোলাম মোস্তফা ঈসা

Leave a Comment