আপনি ও আপনার পরিবার যখন চরম বেদনাদায়ক কোনো ঘটনা পার করে যান তখন আপনি সেই কষ্টের স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্য কি করেন? আপনি কি সেই স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে অতিমাত্রায় ব্যস্ত করে তোলেন, নিজের পরিবারের সাথেও সময় দেয়া কমিয়ে দেন? নাকি লাইফ থেকে একটু ব্রেক নিয়ে নিজের পরিবারকে সময় দিয়ে মনোবল বাড়িয়ে সবাইকে সাথে নিয়ে সেই স্মৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন? আপনি যদি প্রথমটি করে থাকেন তাহলে আপনার এই কাজের ইমপ্যাক্ট আপনার পার্সোনাল ও ফ্যামিলি লাইফের ওপর কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই আমাদের আজকের আলোচ্য মুভি 'কালিদাস' নির্মিত হয়েছে।
Movie name: Kaalidas (2019)
Genre: Thriller
Language: Tamil
IMDB rating: 6.8/10
Personal rating: 6/10
Lead cast: Bharath, Sheetal, Suresh Chandra, A Kannadasan
#হালকা_স্পয়লার
প্লট: কালিদাস একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। সে এতোটাই নিষ্ঠার সাথে ডিউটি করে যে নিজের পরিবারকেও ঠিক মত সময় দিতে পারে না। এর মাঝেই কালিদাসের এলাকায় পরপর দুইটা বিবাহিত মহিলার আত্মহত্যার ঘটনা ঘটে। কালিদাসের কাছে ব্যাপারটা সিম্পল আত্মহত্যার মনে হলেও, তদন্তের দায়িত্ব নেয়া তার সিনিয়র এ.সি.পি জর্জের ধারণা এগুলো ছিলো মার্ডার। এই কেসের তদন্ত নিয়েই মুভি এগোতে থাকে, আর এই তদন্তের মাঝেই আরো দু'জন মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে কালিদাসের বাড়ির চিলেকোঠা ভাড়া নিতে আসে এক রহস্যময় যুবক। সে কালিদাসের ব্যস্ততার সুযোগ নিয়ে তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে। কিন্তু সে কখনো কালিদাসের সামনে আসে না, সবসময় নিজেকে কালিদাসের থেকে আড়ালে রাখার চেষ্টা করে। কে এই রহস্যময় যুবক? তদন্তে কি বের হয়, চারজন মহিলা কি আত্মহত্যা করে নাকি তাদের খুন হয়? এসব জানতে হলে আপনাকে দেখতে হবে কালিদাস মুভিটি।
মুভির দুর্বল দিক: তদন্তের শুরুটা খুব সুন্দরভাবে হলেও যখন রহস্যের জট ছাড়াতে শুরু করে তখন মুভির কাহিনি কেমন যেন খেই হারিয়ে ফেলে। এছাড়াও মুভিটি থ্রিলার জনরার হলেও থ্রিলারের আবহ তেমন ঘনীভূত হয়নি। মুভিতে মূল ক্যারেক্টার পুলিশ অফিসার কালিদাস যার নামেই মুভিটির টাইটেল। কিন্তু কালিদাসের ক্যারেক্টার বিল্ডআপ মূল চরিত্র হিসেবে আপ টু দ্যা মার্ক ছিল না।
মুভির ভালো দিক: মুভির মূল প্লট বেশ ভালো ছিল। সুন্দর একটি কাহিনিকে কেন্দ্র করে মুভিটি নির্মিত। শেষের টুইস্ট আর সেই টুইস্টের লজিকটা ভালো ছিল।
পার্সোনাল ফাইনাল অপিনিয়ন: ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন।
এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।
Leave a Comment